1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
ডিজিটাল ইউয়ানে তেল ক্রয় শুরু করলো চীন। - starmail24
শিরোনাম :
শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে : রিজভী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের প্রাণ গেল দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ, হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা ৭ মার্চ ও ১৫ আগস্টসহ জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা জার্মানিতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গা উৎসব মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩ বাংলাদেশি ৭ দিনের রিমান্ডে আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ, সড়কে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি




ডিজিটাল ইউয়ানে তেল ক্রয় শুরু করলো চীন।

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
Starmail24
ডিজিটাল ইউয়ানে তেল ক্রয় শুরু করলো চীন।

সাংহাই পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জে প্রকাশ করেছে যে ডলারের নির্ভরতা কমাতে আগ্রগতি হচ্ছে। ডিজিটাল ইউয়ানে প্রথম আন্তর্জাতিক লেনেদেন সম্পন্ন। চীনা ভিত্তিক আর্থিক সংবাদ মাধ্যম ইচায়প্রথম রিপোর্ট প্রকাশ করেছে যে, পেট্রোচায়না ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার ডিজিটাল ইউয়ান ব্যবহার করে এক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনেছে। এটি ডিজিটাল ইউয়ান এর মাধ্যমে প্রথম আন্তর্জাতিক তেল ক্রয় লেনদেন। তবে প্রকাশিত সংবাদে বিক্রতা দেশের নাম প্রকাশ করা হয়নি।

সাংহাই পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস এক্সচেঞ্জে এই বছরের শুরুতে বেশ কিছু আন্তর্জাতিক লেনদেন করেছে ইউয়ানে। পেট্রোচায়না এবং টোটালএনার্জিস তরলকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ে ইউয়ানে লেনদেন সম্পন্ন হয়েছে। এই বছর চারটি এলএনজি ক্রয় সংক্রান্ত লেনদেনে ইউয়ান ব্যবহার করা হয়ছে বলে জানিয়েছে এক্সচেঞ্জ।

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৪ সালে ডিজিটাল ইউয়ান প্রকল্প শুরু করে এবং চীন জুড়ে অনেক অঞ্চলে ডিজিটাল মুদ্রার পাইলট প্রকল্প চালু আছে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসেবে ইউয়ান এর ব্যবহার বৃদ্ধি এবং ডলারের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনে ইউয়ান এর ডিজিটাল সংস্করণ ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। .

রাশিয়াইউক্রেন যুদ্ধের কারনে বিশ্বের বহুল প্রচলিত লেনদেনের মাধ্যম সুইফট মেসেজিং সিস্টেম থেকে রাশিয়াকে স্থগিত করা হয়, এর ফলে বিশ্বব্যাপী ডলারের বিকল্প ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

অপরিশোধিত তেলের জন্য পেট্রোচায়না ঠিক কোন দেশকে ডিজিটাল ইউয়ান প্রদান করেছে তা এখন আলোচনার অন্যতম বিষয়। তবে বিশেষজ্ঞরা ধারনা করছেন, হয়তো রাশিয়ার সাথে এই লেনদেন হয়েছে, কারন সুইফট মেসেজিং সিস্টেম থেকে রাশিয়াকে স্থগিত করা হয়েছে এবং চীনে তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রাশিয়া।




আরো পড়ুন