1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
শিরোনাম :
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল স্ট্রাইকারস কাপ-২০২৩ বাংলাদেশ দূতাবাস বার্লিনের উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান মূল বেতনের ৫ শতাংশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আম উপহার বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্র্রেরণের আহবান : হাইকমিশনার মো: গোলাম সারোয়ার মালয়শিয়ায় বারফোম কতৃর্ক পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় ও সাহাবুদ্দিনকে বরণে প্রস্তুত বঙ্গভবন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়ার জহুর বাহরু শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে দূতাবাসের জরুরি নোটিশ




শুটিংয়ে গিয়ে গুরুতর অসুস্থ মিঠুন চক্রবর্তী

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

মুসৌরিতে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নামে একটি বলিউড ছবির শুটিংয়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সুপারস্টার অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুটিংয়ে শট নেয়ার সময় আচমকাই মিঠুনের পেটের সংক্রমণ শুরু হয়। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় শুটিং।

ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানিয়েছেন, মুসৌরিতে একটি বড় দৃশ্যের শুটিং চলছিল। কাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য কিছুটা অসুস্থ অবস্থাতেই শুটিং চালিয়ে যাচ্ছিলেন বলিউড ও টলিউডের মহাতারকা মিঠুন। কিন্তু কিছু সময় পরই তার পেটের সমস্যা তীব্র আকার ধারণ করে। শুটিংও বন্ধ হযে যায়।

বিবেকের কথায়, ‘যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না মিটুন দা। তবুও তিনি একটার পর একটা দৃশ্যে নিখুঁত শট দিয়ে যাচ্ছিলেন। একবারের জন্যও বোঝা যাচ্ছিল না, তিনি অসুস্থ। উল্টো সমানে জানতে চাচ্ছিলেন, কাজে কোনো সমস্যা বা খামতি থাকছে না তো?’

পরিচালকের অকপট স্বীকারোক্তি, এই প্রজন্মের কোনো অভিনেতার মধ্যে কাজের প্রতি এত নিষ্ঠা, ভালোবাসা দেখেননি তিনি। মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা যে কোনো ছবির সম্পদ বলে উল্লেখ করেন তিনি। যদিও তাকে কোনো হাসপাতালে ভর্তি করা হয়েছে কি না, তা জানানো হয়নি।

গত বছর বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘তাসখন্দ ফাইলস’ হিট হয়েছিল। সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে তিনি ঠিক করেন, কাশ্মীরী হিন্দুদের দুর্দশার কথা তুলে ধরবেন তার ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অনুপম খের। এটি মুক্তি পাবে নতুন বছরে।




আরো পড়ুন