1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
শিরোনাম :
বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্র্রেরণের আহবান : হাইকমিশনার মো: গোলাম সারোয়ার মালয়শিয়ায় বারফোম কতৃর্ক পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় ও সাহাবুদ্দিনকে বরণে প্রস্তুত বঙ্গভবন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়ার জহুর বাহরু শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে দূতাবাসের জরুরি নোটিশ মালয়েশিয়ায় বাংলাদেশি বৃহত্তর ছাত্র সংগঠন বিএসইউএম-এর গ্র্যান্ড ইফতার ২০২৩ অনুষ্ঠিত জার্মানির বায়ার্ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিল জাতিসংঘ ভবনে ২৫শে মার্চ ‘আন্তর্জাতিক গণহত্যা’ দিবসের দাবিতে প্রত্যয় ব্যক্ত কপিলমুনি কলেজে খায়রুলের নেতৃত্বে বাড়ছে ছাত্রলীগের কর্মী




ছেলেদের তুলনায় মেয়েরা যেসব কারনে বেশি প্রেমে পড়েন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

ছেলেদের তুলনায় মেয়েরা বেশি প্রেমে পড়েন। প্রেম ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী সেটা ভাবতেও সময় নেন না মেয়েরা। বিশেষজ্ঞদের দাবি, সব মেয়েই জীবনে কোনো একবার একটু বয়সে বেশি ছেলেদের প্রেমে পড়তে চান। শর্ত অনুযায়ী তাকে স্মার্ট আর হ্যান্ডসাম হতে হবে।

যেসব ছেলেরা মেয়েদের একটু বেশি আদর যত্নে রাখে, প্যাম্পার করে এমন ছেলেদের কিন্তু মেয়েরা পছন্দ করে। যারা মেয়েটির কোনো ভাল কাজ মনে রেখেছেন এবং সেই কাজের সূত্র ধরে তার প্রশংসা করেন, এমন ছেলেরাও রয়েছেন মেয়েদের পছন্দের তালিকায়।

প্রেমিক, বিয়ে, স্বামী, যৌন জীবন ইত্যাদি নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে। ছোট থেকেই মেয়েরা স্বপ্ন দেখেন তাদের স্বপ্নের মানুষকে নিয়ে।

কেমন হবে তার যাবতীয় ভালোবাসা, আবেগ দিয়ে ছেলেটি কতটা পূরণ করতে পারবে এসব দেখে তবেই ছেলেদের প্রেমে পড়েন। আর কোনো ছেলে যদি অতিরিক্ত যত্ন নেন মেয়েটির, তাহলেও প্রেম বাড়তে দেরি হবে না। সেই সঙ্গে মেয়েরা সুরক্ষাও খোঁজদেন।

এমন কিছু ছেলে আছেন, যাদের কাছে তাদের আবেগ, অনুভূতি , বাড়িক আত্মীয় এরাই সর্বাধিক গুরুত্ব পান। এমন ছেলেরাও কিন্তু মেয়েদের পছন্দের তালিকায় ভালো স্থানেই রয়েছে। কারণ সব মেয়েই চান তার মনের মানুষ তার পরিবারের সঙ্গেও মিলেমিশে থাকুক। আর যারা এই একসঙ্গে থাকতে পছন্দ করেন, তাদের নিয়ে অনায়াসেই দিন কাটিয়ে দিতে পারেন মেয়েরা। এখনও এরকম কিছু ছেলেও আছেন যাদের মধ্যে এই সব গুণ রয়েছে।

সাধারণত যেকোনো বিচ্ছেদের পর মেয়েরা সবচেয়ে বেশি সঙ্গী খোঁজেন। একটু কাউকে পছন্দ হলেই তাঁকে একেবারে বিষেষ বন্ধু বানিয়ে বসেন। অনেক সম্পর্ক আবার বিয়ে পর্যন্তও গড়িয়ে যায়। আর এই রকম সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়েরা সাধ্যমত চেষ্টা করেন।

তবে সব সম্পর্কেই যাওয়ার আগে মেয়েরা এখন দেখে নিতে চান তিনি কতটা ভালো থাকছেন কিংবা সঙ্গী তাকে কতটা ভালো রাখতে পারবেন।




আরো পড়ুন