1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
  3. sayeed.fx@gmail.com : Md Sayeeduzzaman : Md Sayeeduzzaman
শিরোনাম :
স্বর্ণের দাম বৃদ্ধিতে দেশের ইতিহাসে নতুন রেকর্ড নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে সাংবিধানিকভাবে বাধ্য: সিইসি যুক্তরাষ্ট্রের নদীতে বাংলাদেশি জাহাজ থেকে ৪ ক্রু নিখোঁজ মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনধসে নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত , হাইকমিশনের শোক বাংলাদেশে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় বিশ্ব : ইইউ বিশ্বকাপে ব্যর্থতার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন বিসিবির গাজায় বোমার চেয়েও ভয়াবহ হতে পারে পরিণতি ৩০ ফিলিস্তিনি নারী ও শিশুকে ইসরাইলি কারাগার থেকে মুক্তি তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর নির্বাচন পর্যবেক্ষণে ঢাকা পৌঁছেছেন ইইউ




এই প্রথম বাজারে এলো কার্বন মাস্ক, কাছে এলেই মরবে করোনা!

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

এই মাক্সের ভেতরে রয়েছে এমন লেয়ার, যার সেলফ স্যানিটাইজিংয়ের ক্ষমতা আছে। এছাড়া, এই মাস্কের ফিলট্রেশন ক্যাপাসিটি ৯৫ শতাংশের বেশি। সে কারণে, অধিকাংশ এন৯৫ মাস্কের থেকে এই মাস্ক বেশি কার্যকরী। এই মাস্ক তৈরি করেছে ব্রেদ ইজি ল্যাবস।

কার্বন মাস্কের একদম বাইরের লেয়ার কাপড়ের তৈরি। কোভিড সুরক্ষা নিশ্চিত করতেই, এই লেয়ারে ব্যবহার করা হয়েছে বায়োটেকনোলজি, যা খুব সহজেই আটাকাতে পারে বায়ুবাহিত কণা। দ্বিতীয় লেয়ারও এই বায়ুর কণাগুলিকে আটকাতে সক্ষম। তৃতীয় লেয়ারে থাকছে অ্যান্টি-মাইক্রোবায়াল প্রপার্টি, যা ভাইরাস, ব্যকটেরিয়া এবং ফাঙ্গি-কে মেরে ফেলতে পারে।

একটি কার্বন মাস্ক, ৫০ বার পর্যন্ত ধোওয়া সম্ভব। যে কোনও এন৯৫ মাস্কের থেকে বেশিদিন, অর্থাৎ ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যাবে এই মাস্ক। শুধু তাই নয়, কার্বন মাস্ক খুব আরামদায়কও, কারণ এর ভিতরের লেয়ারটি সফট ফাইবার দিয়ে তৈরি।

ভাইরাস কনট্যাক্টে এলেই তাকে মেরে ফেলতে পারে এই ফাইবার।

ব্রেদ ইজি জানিয়েছে, বায়ুবাহিত সংক্রমণ এড়াতে, এরকম নন-কনট্যাক্ট স্যানিটাইজেশন প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। যতদিন পর্যন্ত ভ্যাকসিনের মত কোনও স্থায়ী সমাধান সহজলভ্য হচ্ছে, এই মারণ ভাইরাসকে আটকাতে এই প্রক্রিয়া বড় ভূমিকা পালন করতে পারে।




আরো পড়ুন