1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
শিরোনাম :
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল স্ট্রাইকারস কাপ-২০২৩ বাংলাদেশ দূতাবাস বার্লিনের উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান মূল বেতনের ৫ শতাংশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আম উপহার বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্র্রেরণের আহবান : হাইকমিশনার মো: গোলাম সারোয়ার মালয়শিয়ায় বারফোম কতৃর্ক পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় ও সাহাবুদ্দিনকে বরণে প্রস্তুত বঙ্গভবন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়ার জহুর বাহরু শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে দূতাবাসের জরুরি নোটিশ




মিয়ানমারে সামরিক শাসন বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ১ জন

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

মিয়ানমারে সামরিক শাসন বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার মন্দালাই শহরে বিক্ষোভে পুলিশ প্রকাশ্যে গুলি চালালে একজন নিহত হয়।

রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালাইসহ বেশ কয়েকটি শহরে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে তারা, ‘পাথরের যুগ চলে গেছে, আমরা তোমাদের হুমকিতে ভয় পাই না’ বলে স্লোগান দেয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রকাশ্যে গুলি করে। এতে একজনের গলায় গুলি লাগে।

নিহত ব্যক্তিকে পর্যবেক্ষণকারী ডাক্তার টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘তার বয়স আনুমানিক ২৫ বছর হবে। কিন্তু আমরা তার পরিবারের সদস্যদের জন্য অপেক্ষা করছি।’

এদিকে, মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল দেশটির সংকট নিয়ে আলোচনায় বসার সময় নির্ধারণ করেছে।

গত ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সামরিক জান্তা। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কারচুপি হয়েছে অভিযোগ তুলে তারা জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়। সামরিক জান্তা পুনরায় নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে। কিন্তু মিয়ানমারের সাধারণ মানুষ গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনর্বহলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে।

শুক্রবারে মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, স্টান গ্রেন্ডে ছোড়ে। সেখানে প্রায় ১০০ জন ডাক্তার সাদা পোশাকে জান্তা সরকারের বিরুদ্ধে র‌্যালি করেন। এছাড়া ইয়াঙ্গুনের পশ্চিম শহর পাথেইনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এর আগে বুধবার মিয়ানমারে রক্তক্ষয়ী এক দিন ছিল। এদিন পুলিশের গুলিতে ৩৮ বিক্ষোভকারী নিহত হয়।




আরো পড়ুন