1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
শিরোনাম :
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল স্ট্রাইকারস কাপ-২০২৩ বাংলাদেশ দূতাবাস বার্লিনের উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান মূল বেতনের ৫ শতাংশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আম উপহার বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্র্রেরণের আহবান : হাইকমিশনার মো: গোলাম সারোয়ার মালয়শিয়ায় বারফোম কতৃর্ক পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় ও সাহাবুদ্দিনকে বরণে প্রস্তুত বঙ্গভবন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়ার জহুর বাহরু শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে দূতাবাসের জরুরি নোটিশ




মালয়েশিয়া প্রেসক্লাব সভাপতির উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১

মালয়েশিয়ায় চলছে কঠোর লকডাউন। আর এ লকডাউনে ঘরে বসে থাকা মানুষদের খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করলেন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিযার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি মনির বিন আমজাদ। গত দুই সপ্তাহ ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে কঠোর লকডাউনের মাঝে কর্মহীন হয়ে ঘরে বসে থাকা বাংলাদেশি, মালয়েশিয়ান ও মায়ানমারেরর নাগরিকদের এ সহায়তা দিয়ে আসছেন। এ পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, পিয়াজ ও তেল। দেওয়া হয়েছে ৩০০ রিঙ্গিত করে প্রায় ১০০টি পরিবারে নগদ অর্থ। সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন, সেন্টুল এলাকার এমপি, ওয়াইভি প্রভাকারান। এমপির পিএ লেছতারি, গ্রাম্য প্রধান চে মাত, ডেপুটি গ্রাম্য প্রধান রাজালি, পিপি আইএমের সদস্য ফাজাল, মালয়েশিয়ার কমিউনিটি নেতা পান্ডু ও কয়েকটি এনজিওর সদস্য। এ ছাড়া কেডা শহরে বসবাসরত অসহায় মালয়েশিয়ান নাগরিকদের ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নগদ অর্থও।

চলমান নভেল করোনা পরিস্থিতির শুরু থেকে বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি মনির বিন আমজাদ এ সহায়তা দিয়ে আসছেন। সহায়তা প্রদানে মনির বিন আমজাদ কুড়িয়েছেন প্রশংসা। সংকটে তার এ সহায়তায় ধন্যবাদ জানিয়েছেন মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা।

সহায়তা বিষয়ে মনির বিন আমজাদ বলেন, ‘প্রথম থেকেই মালয়েশিয়ার বিভিন্ন মহলের সঙ্গে বাংলাদেশিসহ সকল নাগরিকদের সহায়তা করার বিষয়ে আলোচনা করি। সকলের সহায়তায় মানুষদের কল্যাণে কাজ করে চলেছেন মনির বিন আমজাদ।’




আরো পড়ুন