1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
শিরোনাম :
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হয়ে গেল স্ট্রাইকারস কাপ-২০২৩ বাংলাদেশ দূতাবাস বার্লিনের উদ্যোগে ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের কনস্যুলার সেবা প্রদান মূল বেতনের ৫ শতাংশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা মালয়েশিয়ার রাজা এবং প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আম উপহার বিকেলে বাসায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্র্রেরণের আহবান : হাইকমিশনার মো: গোলাম সারোয়ার মালয়শিয়ায় বারফোম কতৃর্ক পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় ও সাহাবুদ্দিনকে বরণে প্রস্তুত বঙ্গভবন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়ার জহুর বাহরু শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে দূতাবাসের জরুরি নোটিশ




গরিব শিক্ষার্থীদের পাশে টোকাই সমিতি

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

২০ জন শিক্ষার্থীর আজীবন পড়ালেখার খরচ বহন করবে টোকাই সমিতি নামের একটি সামাজিক সংগঠন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশির দশকের ছাত্রদের সামাজিক সংগঠন টোকাই সমিতি। ছাত্রাবস্থা থেকে গরিব ও দুঃস্থ শিশুদের পাশে দাঁড়ানোর তাড়না থেকেই শুরু হয় সংগঠনটি।

কোভিড-১৯ এর কারণে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে অনেক পরিবার। অর্থকষ্টে বন্ধ হওয়ার পথে অনেক শিক্ষার্থীর পড়ালেখা। তাই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন ২০ জন শিক্ষার্থীর পড়ালেখার খরচ বহন করতে এগিয়ে এসেছে সংগঠনটি।

রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত পল্লীমা সংসদে এক অনুষ্ঠান আয়োজন করে টোকাই সমিতি। অসহায় ও দুঃস্থ শিশুদের পূর্নবাসনের আওতায় ‘শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম’ এ শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং নারীদের কারিগরী সামগ্রী দেওয়া হয়েছে। সেই সাথে, উপহার হিসেবে দেওয়া হয়েছে একটি করে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন, “করোনার কারণে অনেক পরিবারের আয় কমে গেছে। এই কারণে অনেকেই তাদের বাচ্চাদের পড়ালেখা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা চেয়েছি এই শিশুরা যাতে পড়ালেখা করতে পারে সেই ব্যবস্থাটুকু করে দিতে। তারা ঝরে পড়লে আমাদের দেশেরই ক্ষতি।”

প্রতি মাসের প্রথম সপ্তাহে অভিভাবকদের মোবাইলে পৌঁছে দেওয়া হবে সহায়তার অর্থ। সেই অর্থ দিয়েই স্কুলের বেতন এবং শিক্ষা উপকরণ কিনতে খরচ করবে শিক্ষার্থীরা।

এছাড়াও এসএসসি শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা। যেখানে তারা হাতে-কলমে শিখতে পারবে ড্রাইভিং, কম্পিউটার চালনা, ফ্রিল্যান্সিংসহ অনেক কিছু।

সংগঠনটির আরেক সদস্য কানাডাপ্রবাসী ফজল মাহমুদ স্টার মেইল টােয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশে না থাকলেও দেশের প্রতি একটা টান সব সময় কাজ করে। দেশের মানুষ, বিশেষ করে এই বাচ্চাদের জন্য সামান্য কিছু করতে পারাটাও অনেক আনন্দের। তারা ভালোভাবে পড়ালেখা করলে দেশ-জাতি সমৃদ্ধ হবে, এগিয়ে যাবে।”

এছাড়াও পাঁচজন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে দেওয়া হয়েছে সেলাই মেশিন। তাদের জন্য বিভিন্ন কারখানা থেকে ন্যায্যমূল্যে কাজ এনে দিবে সংগঠনটি।

জুয়েল বলেন, “প্রথম ধাপে আমরা পাঁচজন নারীকে সেলাই মেশিন দিয়েছি। বিভিন্ন গার্মেন্টস থেকে কাজের অর্ডার এনে দিবো আমরা। তারা ন্যায্যমূল্যে কাজ করবে৷ টাকা-পয়সা আয় করবে। এভাবে তারা নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠবে।”

রাজধানী ঢাকা এবং দেশের উত্তরাঞ্চলের গরিব মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষা করতে ইতোমধ্যেই কম্বল বিতরণ করেছে টোকাই সমিতি।




আরো পড়ুন