1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
‘জামায়াতের রাজনীতির কারণেই আলেমরা বিতর্কিত হয়েছে’ - starmail24
শিরোনাম :
ইলন মাস্কের ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব দেশব্যাপী অপরাধ দমন অভিযানে কারও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ : ড. ইউনূস সন্ধ্যা থেকে ঢাকাসহ সারাদেশে যৌথবাহিনীর টহল রাজধানীর ঢাকার বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড় ঝিনাইদহে সেচখালের পাশ থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ: ঘটনার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ২০১৮ সালের নির্বাচনের সময় ৬৪ এসপির পরিণতি কী হবে, জানালেন উপদেষ্টা আসিফ ঢাকায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ছড়ায় আগুন, পুড়ে ছাই ২০ দোকান




‘জামায়াতের রাজনীতির কারণেই আলেমরা বিতর্কিত হয়েছে’

স্টার মেইল, খুলনা
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১

ইউনাইটেড ইসলামী পার্টির আয়োজনে খুলনায় ‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় গোলযোগ ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।

শনিবার বেলা ১১ টায় খুলনা প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত সভায় কুমিল্লায় মন্দিরে কুরআন রাখা ও পরবর্তীতে সংঘটিত ঘটনা তুলে ধরে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে গোলযোগের ঘটনা ঘটে।

ইউনাটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন বলেন, কুমিল্লায় হিন্দুদের পুজা মন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে সাম্প্রদায়িক শান্তি নষ্ট করা এবং দেশে বড় ধরনের সহিংসতা ঘটনোর প্রচেষ্টা চালায় বিএনপি-জামায়াতের লোকজন। যা নিয়ে দেশের গোয়েন্দামহল উদঘাটন করেছে। মুসলমান হিসেবে কুরআন নিয়ে রাজনীতি করা ঠিক না। এই বিষয়টি নিয়ে অনুষ্ঠানে আমি বক্তৃতা দিতে শুরু করলেই জামায়াতের তিন নেতা হইচই শুরু করে দেয়। জামায়াতের রাজনীতির কারণেই আলেম ওলামারা আজ বিতর্কিত হয়েছে।

ইউনাটেড ইসলামী পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মো. শাহিন খান বলেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ও পার্টির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসাইন কুমিল্লার ঘটনা তুলে ধরে বক্তব্য দানকালে একটি অংশ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এ সময় কিছুক্ষণ সভা বন্ধ ছিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে দেশের মধ্যে বর্তমানে যে ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে তা নিঃসন্দেহে বিরোধীদলীয় অপশক্তির চক্রান্ত। দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় নজিরবিহীন ভূমিকা রেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এর পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা প্রানমন্ত্রী শেখ হাসিনা। তবে এই ধর্মীয় সম্প্রীতি বিষয়টিকে নিয়ে বর্তমানে কিছু অতি উৎসাহী গোষ্ঠীর সন্ধান মিলেছে। কিছু কুচক্রী মহল সরকারের এই অবদানকে কলুষিত করার জন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে দেশের আলেম ওলামাদের সচেষ্ট থাকতে হবে।

খুলনা আলিয়া মাদ্রাসার মাওলানা রিয়াজুল ইসলাম বলেন, সভায় একজন বক্তা পক্ষপাতমূলক বক্তব্য দিয়েছেন। নিরপেক্ষ অনুষ্ঠানে পক্ষপাতমূলক বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির প্রেডিয়াম সদস্য হাফেজ মাওলানা মোস্তফা চৌধুরী, মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আবুল খায়ের জাকারিয়া, মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন কাশেমী, মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মোহাম্মদ রফিকুর রহমান, ক্বারী মোহাম্মদ ইমদাত প্রমুখ।




আরো পড়ুন