জার্মানির বায়ার্ন বিএনপি’র উদ্যোগে ১০ই এপ্রিল ২৩, সন্ধ্যা ৬ টায় আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে শুরু হয় আলোচনা। কুরআন তেলাওয়াত করেন নব গঠিত কার্যকারী কমিটির প্রস্তাবিত সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রাশেদ খান। ভার্চুয়াল আলোচনা সভায় জুমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব বীর মুক্তিযুদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠণিক সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আল-হাজ মোস্তাক মিয়া। জুম মিটিং-এ টেকনিক্যাল ত্রুটির কারনে স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল মঈন খান চেষ্টা করেও বক্তব্য রাখতে পারেনি।
আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বায়ার্ন প্রদেশের জাতীয়তাবাদী দলের কর্মী-সমর্থক ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত হয়েছিলেন। ইফতারে রকমারি খাবারের ব্যবস্থা করা হয়।সাংগঠনিক আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বায়ার্নের নবগঠিত কার্যকরী কমিটির প্রস্তাবিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য পদধারী নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেয়া হয়। নেত্রীবৃন্দের অনেকেই নিজ নিজ পরিচিতি দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
জার্মানির বায়ার্ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জার্মানির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম খান। সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির প্রস্তাবিত সভাপতি জনাব সাব্বির আহম্মেদ সেলিম, অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা পরিশ্রমী কর্মী, সফল সংঘঠক জনাব জালাল উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সম্পাদক আরিফুল হক শাহীন ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মজিদ মিয়া, সহ-সভাপতি সেলিম খান, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মনির হোসাইন চয়ন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান। আলোচনায় আরো বক্তব্য প্রদান করেন সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাখাওয়াত শাকিল, দপ্তর সম্পাদক শাহিদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিন আফরোজ, মাসুদ বেগম ও লাভলী আলী।
উল্লেখ্য ,বায়ার্ন মিউনিখ বিএনপি নিজ উদ্যোগে জার্মানিতে আসা নবাগত প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এগিয়ে এসেছেন। তারা জার্মানিতে আসা ছাত্র-ছাত্রীদের আবাসিক ও চাকরি পেতে সহায়তা করে যাচ্ছে। জার্মানিতে সামাজিক দায়বদ্ধতা থেকে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সহায়তা করার জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই চমৎকার উদ্যোগ জার্মানির বায়ার্ন বাঙালি সমাজে প্রশংসিত হচ্ছে।