1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
জীবন বীমার সাবেক এমডি জহুরুল হকের বিরুদ্ধে দুদকের মামলা - starmail24
শিরোনাম :
জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে : আমির ডা. শফিকুর রহমান ঈদের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা : উপদেষ্টা আসিফ মাহমুদ ঈদের দিনও ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা নতুন বাংলাদেশ গঠন করার আহ্বান : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোডস ব্রেক লিমিটেড: সল্যুশন ওরিয়েন্টেড প্রযুক্তি সহযোগিতার নতুন দিগন্ত মালয়েশিয়ায় জাতীয়তাবাদী যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইলন মাস্কের ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব দেশব্যাপী অপরাধ দমন অভিযানে কারও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ : ড. ইউনূস সন্ধ্যা থেকে ঢাকাসহ সারাদেশে যৌথবাহিনীর টহল




জীবন বীমার সাবেক এমডি জহুরুল হকের বিরুদ্ধে দুদকের মামলা

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জীবন বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাহবুবুল আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২০ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, জীবন বীমা করপোরেশনে উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম হয়। আসামিরা পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) প্রণয়নের ক্ষেত্রে অভিনব পন্থা অবলম্বন করে প্রশ্ন ও তার উত্তর প্রশ্নপত্রের মধ্যে ছাপিয়ে দেন। পরবর্তী সময়ে পছন্দের লোকদের নিয়োগদানের উদ্দেশ্যে পরীক্ষায় প্রশ্নের উত্তরের ধারাবাহিক ক্রমবিন্যাস পরিবর্তন করেন। তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করা হয়।

জীবন বীমা করপোরেশনের উচ্চমান সহকারীসহ ৫১২ পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠে। পরীক্ষার প্রশ্ন তৈরি করতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করপোরেশনের চুক্তি হলেও এমডি পছন্দের লোকদের দিয়ে একটি কমিটি করে প্রশ্ন তৈরি করেন, এমন অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধানে নামে। অনুসন্ধান শেষে মামলা করা হয়।

এ বিষয়ে দুদকের সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, তদন্তে আর কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও অন্তর্ভুক্ত করা হবে।

মামলার বিষয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন তখন সাংবাদিকদের বলেন, জীবন বীমা করপোরেশনের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অসৎ উদ্দেশ্যে নিজেদের মতো করে প্রশ্নপত্র পরিবর্তনের প্রমাণ পেয়েছে দুদক। মামলা পরবর্তী তদন্তে এই অনিয়ম, দুর্নীতির সঙ্গে আরও কারও সম্পৃক্ততার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি অন্য প্রতিষ্ঠানের নিয়োগেও দুদকের নজর থাকবে।

প্রসঙ্গত, জীবন বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. জহুরুল হক জানুয়ারি মাসের শেষ দিকে চাকরি থেকে অবসরে গিয়েছেন।




আরো পড়ুন