ঝিনাইদহের মহেশপুরে এক চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
তার নাম ইনানুর রহমান (৪৫)। তিনি মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ইনানুর একজন চা দোকানি। রাতে তিনি মহেশপুর পৌরসভার কুলতলা বাজারের নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে। শুক্রবার সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
নিহতের ছেলে বিল্পব হোসেন স্টার মেইলকে জানান, তার বাবা পরের জমি বরগা নিয়ে চাষাবাদ করে এ ব্যাপারে কয়েকজন তাকে বারবার মারতে চায়। আমি বাবাকে বারবার বলি লোকের জমি তোমার আর চাষ করতে হবে না। আজ কয়েকদিন আমার বাবার চোখে ঘুম নেই। তবে তিনি এ সময়ে কারো নাম বলতে চাননি।
গ্রামবাসী মহি উদ্দিন নামের এক ব্যক্তি জানান, ইনানুর বেশ কিছুদিন লিবিয়ায় ছিল। বাড়িতে ফিরে পরের জমি বরগা নিয়ে চাষাবাদ করে ও কুলতলা নামকস্থানে একটি চায়ের দোকান দিয়ে ব্যবসা করে এবং সেখানে রাত যাপন করে। তাকে রাতের যেকোনো সময় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আমরা শুনছি। সকালে স্থানীয়দের খবরে মহেশপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।