দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরুর পর প্রথম দিকে দিনে দুই লাখ, কখনো এর চেয়ে বেশিও টিকা নিয়েছেন। তবে গত কয়েক দিন ধরে প্রতিদিনই কমছে টিকা গ্রহীতার সংখ্যা।
মঙ্গলবার ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন, যা গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৮০ জন। সোমবার টিকা নিয়েছিল ১৬ হাজারের কিছু বেশি মানুষ।
পরিসংখ্যানে দেখা যায়, রবিবার (২৮ ফেব্রুয়ারি) টিকা নেন এক লাখ ২৫ হাজার ৭৫২ জন। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেন এক লাখ ৮১ হাজার ৪৩৯ জন। এর আগের দিন বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক লাখ ৮২ হাজার, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) এক লাখ ৮৩ হাজার (প্রায়), সোমবার (২২ ফেব্রুয়ারি) দুই লাখ ২৫ হাজার ২৮০ জন টিকা নেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক গড়ে এক লাখ ২৯ হাজার ৩৫২ জন করোনার টিকা নেন। ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি দৈনিক গড়ে টিকা নেন দুই লাখ ৩৩ হাজার ৬৮৭ জন।
২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত টিকাগ্রহীতা ও নিবন্ধন—দুটিই কমতে শুরু করেছে। ২৩ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত দিনে গড়ে টিকা নিয়েছেন এক লাখ ৪৮ হাজার ১২৬ জন। এর মধ্যে ২৬ ফেব্রুয়ারি শুক্রবার ছুটির দিন থাকায়, টিকা কার্যক্রম চলেনি।
দেশে এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ টিকা দেয়া হয়েছে ১৮ ফেব্রুয়ারি। সেদিন মোট দুই লাখ ৬১ হাজার ৯৪৫ জন করোনার টিকা নেন। গত ৯ ফেব্রুয়ারির পর সবচেয়ে কম টিকা নিয়েছেন আজ মঙ্গলবার।
সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। আর টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন ৪৫ লাখ ৩০ হাজার ৮২৯ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে টিকা গ্রহীতার মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন। আর নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। এখন পর্যন্ত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৭৭৩ জনের শরীরে।
গত ২৭ জানুয়ারি একজন নার্সকে টিকাদানের মধ্য দিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। গত ৭ ফেব্রুয়ারি শুরু হয় সারাদেশে শুরু হয় ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকাদান। প্রত্যেককে এই টিকার দুটি ডোজ দিতে হবে। প্রথম টিকা গ্রহণের আট সপ্তাহ পর দেয়া হবে দ্বিতীয় ডোজ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরীতে একদিনে টিকা নিয়েছেন ২৪ হাজার ৫২২ জন। এই মহানগরীতে এখন পর্যন্ত টিকা নিয়েছেন চার লাখ ৯৪ হাজার ৫৩ জন। তাদের মধ্যে পুরুষ রয়েছেন তিন লাখ ২৩ হাজার ৫৩০ জন। আর নারী হলেন এক লাখ ৭০ হাজার ৫২৩ জন।
কোন বিভাগে কতজন টিকা নিলেন:
সারাদেশের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৪২ হাজার ৫৯৩জন। এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন। এদের মধ্যে পুরুষ ছয় লাখ ৬৮ হাজার ৯৬১ জন ও নারী তিন লাখ ৫৮ হাজার ১২০ জন।
ময়মনসিংহ বিভাগে নিয়েছেন তিন হাজার ৮৭০ জন। মোট টিকা নিয়েছেন এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন। এদের মধ্যে পুরুষ ৮৯ হাজার ৭৫৬ জন আর নারী ৫৩ হাজার ১৪২ জন।
চট্টগ্রাম বিভাগে একদিনে টিকা নিয়েছেন ২১ হাজার ৪৭০ জন। মোট টিকা নিয়েছেন সাত লাখ ২৬ হাজার ৬৯ জন। এদের মধ্যে পুরুষ চার লাখ ৭১ হাজার ৫৬ জন। আর নারী দুই লাখ ৫৫ হাজার ১৩ জন।
রাজশাহী বিভাগে একদিনে নিয়েছেন ১০ হাজার ৮৪৮ জন। মোট নিয়েছেন তিন লাখ ৬৬ হাজার ২২৯ জন। এদের মধ্যে দুই লাখ ৩৩ হাজার ৫৯১ জন পুরুষ আর নারী এক লাখ ৩২ হাজার ৬৩৮ জন।
রংপুর বিভাগে একদিনে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৫৪ জন। মোট নিয়েছেন তিন লাখ তিন হাজার ৩৮০ জন। এদের মধ্যে পুরুষ নিয়েছেন এক লাখ ৯৪ হাজার ৭২৮ জন। আর নারী এক লাখ নয় হাজার ৫২ জন।
খুলনা বিভাগে একদিনে টিকা নিয়েছেন ১৬ হাজার ৫৭০ জন। মোট নিয়েছেন চার লাখ ১৭ হাজার ৪৭৬ জন। এদের মধ্যে পুরুষ দুই লাখ ৬২ হাজার ৪১২ জন। আর নারী এক লাখ ৫৫ হাজার ৬৪ জন।
বরিশাল বিভাগে একদিনে টিকা নিয়েছেন চার হাজার ৩০৬ জন। মোট নিয়েছেন এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ দুই হাজার ৩৭০ জন। নারী ৫৩ হাজার ৮৬৭ জন।
সিলেট বিভাগে একদিনে নিয়েছেন চার হাজার ৬৬৯ জন। মোট টিকা নিয়েছেন দুই লাখ এক হাজার ৭৩৫ জন। এদের মধ্যে পুরুষ এক লাখ ২৭ হাজার ২৮৪ জন। আর নারী ৭৪ হাজার ২৫৪ জন।