বগুড়ার ধুনট উপজেলায় শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে ধুনট সরকারি এনইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংঠনের কার্য নির্বাহী কমিটির সভাপতি ও কাজিপুর আঞ্চলিক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ রাজু আহমেদ।
সভায় শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থার সহসভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সহসাধারণ সম্পাদক তোজাম্মেল হক, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহঅর্থ সম্পাদক আসাদুজ্জামান, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, প্রকাশনা সম্পাদক রাসেল মাহমুদ কোমল, দপ্তর সম্পাদক উজ্জল কুমার, সদস্য আশরাফুল ইসলাম, নুরুন্নবী, প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও নাজমুল হুদা।