পাইকগাছা সাংবাদিক জোটের কার্যকরী পরিষদের পূণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (২ জানুয়ারী) সকাল ১১ টায় কপিলমুনিস্থ সাংবাদিক জোটের অস্থায়ী কার্যালয় মেসার্স রহমান ট্রেডার্সে এক আলোচনা সভার মাধ্যমে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রকাশ ঘোষ বিধানকে সভাপতি ও শেখ সেকেন্দার আলীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ- সভাপতি এস এম আব্দুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক একে আজাদ, কোষাধ্যক্ষ জি এম মোস্তাক আহমেদ, দপ্তর সম্পাদক সবুর আল আমীন, নির্বাহী সদস্য শেখ আব্দুল গফুর, শেখ আসলাম হোসেন ও সাইফুল ইসলাম।