সেন্টার ফর এনআরবি এক বিবৃতিতে মহামান্য হাইকোর্টের মামলা সংক্রান্ত বিষয়ে ৫ দফা নির্দেশনা প্রদানের বিষয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে । এর আগে মহামান্য হাইকোর্টের এক আদেশে প্রত্যেকটি মামলার ব্যাপারে বাদীকে ন্যাশনাল আইডি কার্ড প্রদানের সংক্ষিপ্ত আদেশ প্রদান করা হয়েছিল ।
এই আদেশের বিষয় পত্র-পত্রিকায় প্রকাশের ফলে প্রবাসীসহ সকল সচেতন মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল । আদালতের পূর্ণাঙ্গ লিখিত রায়ে বাদীর পরিচয় নিশ্চিতকরনে যে ৫ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে তাতে সকল উদ্বেগ—উৎকণ্ঠার সমাধান হয়েছে ।
বিষয়টি নিয়ে এর আগে সেন্টার ফর এনআরবি উদ্বেগ প্রকাশ করেছিল, মহামান্য হাইকোর্টের পূর্ণাঙ্গ লিখিত নির্দেশ পাওয়ার পর সেন্টার ফর এনআরবি’র চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী এ বিষয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করছে ।