মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়ন মালয়েশিয়ার (বিএসইউএম) উদ্যোগে হয়ে গেল হাইকিং ট্যুর।
কুয়ালামপুর শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রাওয়াংয়ের কানচিং জলপ্রপাতকে হাইকিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছিল। মালয়েশিয়া সরকারের দেওয়া এস ও পি মেনে ট্যুরে অংশগ্রহণ করেছিল ৩০-৩৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষার্থী।
বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি কয়েকটি দেশের বিদেশি শিক্ষার্থীও এতে অংশ নিয়েছিলেন। আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএসইউএমের উপদেষ্টা এবং মাহ্শা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ বাশার।
রোববার এ আয়োজনে অংশগ্রহণকারীরা সকলেই নানা রকম কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছিলেন। প্রত্যেকেই এ আয়োজনের জন্য বিএসইউএমকে ধন্যবাদ জানিয়ে তাদের মুগ্ধতার কথা বলেন। তারা ভবিষ্যতেও বিএসইউএমকে এ ধরনের আয়োজন করার অনুরোধ জানান। অংশগ্রহণকারীদের সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলে হালকা খাবার এবং টি শার্ট প্রদান করা হয়।
বিএসইউএমের ২০২১ কমিটির সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, বিএসইউএম ছাত্রদের সংগঠন হিসেবে দেশীয় ঐতিহ্য ছাত্রসমাজের কল্যাণের মাধ্যমে সকল ছাত্র-ছাত্রীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। বিএসইউএম ছাত্রদের নির্ভরতা ও আস্থার সংগঠন। সংগঠনের এ সফলতায় আমি আনন্দিত। কৃতজ্ঞ সকলের কাছে বিশেষ করে ট্যুর কমিটির সকল সদস্য, যাদের অক্লান্ত পরিশ্রম, সার্বক্ষণিক সহায়তা, অমূল্য সময়, বিএসইউএমের প্রতি নিঃশর্ত ভালোবাসার কারণে আজকের ট্যুরটি সফল হয়েছে।
বিএসইউএমের উপদেষ্টা মোহাম্মদ বাশার বলেন, বিএসইউএম সবসময়ই ছাত্রছাত্রীদের কল্যাণে কাজ করে থাকে এবং এ কঠিন অবস্থাতেও তারা যেভাবে এ ট্যুরের আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তিনি সবসময়ই বিএসইউএমের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিএসইউএমের সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী আকাশের পরিচালনায় ইন্ট্যারাক্টিভ সেশনে ট্যুরে অংশগ্রহণকারীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেন।
খাবারের সার্বিক সহযোগিতায় ছিল বুকিত বিন্তাংয়ের জনপ্রিয় বাংলাদেশি খাবার দোকান ‘পিঠাঘর’। ট্যুর পরিচালনা কমিটির সমন্বয়ক ছিলেন বিএসইউএমের সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দীন। এছাড়াও কমিটির অন্যতম সদস্য বিএসইউএমের সিনিয়র সহ-সভাপতি আলমগীর চৌধুরী আকাশ, সহসভাপতি শরীফ হোসেন, সহসভাপতি জোহরুল ইসলাম, ট্রেজারার নাসিম আরাফাত এবং মানবসম্পদ সম্পাদক জয়নাবা রাত্রি।
ভলান্টিয়ারদের মধ্যে ছিলেন- আইটি সম্পাদক রাতুল, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তুষ্টি, সাফিউল্লাহ্, মাহমুদুল হাসান মাহফুজ, মাহমুদুল হক মাসুম, নাজমুস সাকিব, তাকি উল্লাহ, কাওসার রনিসহ অনেক।
২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসইউএম মালয়েশিয়ায় অধ্যয়নরত প্রায় ২০ হাজার শিক্ষার্থীর সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশি শিক্ষার্থীদের দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একতাবদ্ধ করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য কাজে দক্ষ হিসেবে গড়ে তুলতে সংগঠনটি বিভিন্ন সেমিনার, ক্যারিয়ার ক্যাম্প, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করে আসছে।
এসব কর্মসূচিতে বিশ্বখ্যাত দেশি-বিদেশি স্কলার, গবেষক, ইয়ুথ লিডারসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকেন। মালয়েশিয়ায় বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও বিভিন্ন বিভাগে বাংলাদেশিদের অবদান তুলে ধরতেও বিএসইউএম কাজ করে যাচ্ছে ।