বিশ্বের সবচেয়ে বায়ু দূষিত দেশের তালিকায় শীর্ষে স্থান পেয়েছে বাংলাদেশ। এরপরই যথাক্রমে রয়েছে প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও ভারত। এদিকে সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
মঙ্গলবার (১৬ মার্চ) সুইস গ্রুপ আইকিউ এয়ার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বায়ুতে যেসব ক্ষতিকর উপাদান আছে, তার মধ্যে মানবদেহের জন্য সবচেয়ে মারাত্মক উপাদান হচ্ছে পিএম ২.৫। ২০২০ সালে বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ ছিলো ১৬২ মাইক্রোগ্রাম। ঢাকার বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ ৭৭ দশমিক ১ মাইক্রোগ্রাম।
২০১৯ সালে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিলো ঢাকা। ওই বছর প্রতি বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৮৩ দশমিক ৩০ মাইক্রোগ্রাম ছিলো।
তালিকায় থাকা ১০৬টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটিতে বাতাসে পিএম ২.৫ এর পরিমাণ প্রতি ঘনমিটারে ১৫৩ মাইক্রোগ্রাম। তৃতীয় অবস্থানে থাকা ভারতে ২.৫ এর পরিমাণ ১৪১ মাইক্রোগ্রাম।।
বাংলাদেশের বায়ুদূষণের কারণ হিসেবে প্রতিবেদনে যানবাহনের ধোঁয়া, শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত ধোঁয়া, নগরীর মধ্যে থাকা ভারী ও ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে নির্গত ধোঁয়া, ইটভাটা, কয়লা, কাঠ এবং গাড়ির চাকাসহ প্লাস্টিক পোড়ানোর থেকে নির্গত ধোঁয়াকে দায়ী করা হয়েছে।