পহেলা বৈশাখ এবং ঈদ পুনর্মিলনী উপলক্ষে বারফোম কতৃর্ক আয়োজিত মালয়শিয়ার কুয়ালালামপুর এর অভিজাত স্থান মিনারা গীতা আসলিতে বর্ষ বরণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারফোমের সভাপতি, পিএইচডি স্কলার লিওরনা চৌধুরীর সভাপতিত্বে, বারফোম এর প্রচার সম্পাদক আকিব হাসান এবং যুরহামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোআনের আয়াত থেকে তেলাওয়াত করা হয়।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক উপদেষ্টা প্যানেলের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ আবু নাসের মোহাম্মদ সাইফ ( ঢাকা ইউনভার্সিটি,বাংলাদেশ) ডঃ সান্নন খান ( ইউনিভার্সিটি পূত্রা মালয়শিয়া) সমগ্র মালয়শিয়ায় অধ্যয়নরত ১৩ হাজার স্টুডেন্টস নিয়ে গঠিত বারফোম আর তার ধারাবাহিকতায় সেময় উপস্থিত ছিলেন বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশবিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী বারফোমের কার্যনির্বাহীর সদস্য তথা সাধারণ সম্পাদক শওকত হোসেন রাসেল, প্রচার সম্পাদক আকিব হাসান, রুবাবা, জুরহাম সুমাইয়া , আবিদ খাঁন, জেরিন,হেমায়েত, তৌসিফ,আশিক, সারিউল প্রমুখ সদস্য।
বারফোমের ব্যবসায়ী উপদেষ্টা প্যানেলের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাবলা মজুমদার বাবু,বিশিষ্ট ব্যবসায়ী জনাব রাসেল খান,বিশিষ্ট ব্যবসায়ী জনাব জাকারিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাদিম খান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব শক্তি,বিশিষ্ট ব্যবসায়ী জনাব রিশাদ বিন আব্দল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুম সহ মালয়েশিয়া বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, ব্যবসায়ী ।
শেষে পাবলিক ও প্রায়ভেট বিশ্ব বিদ্যালয় থেকে আগত সকল বিশ্ব বিদ্যালয় শিক্ষার্থী অর্থাৎ বারফোমের কার্যনির্বাহীর সদস্যগন এবং প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহণে এক জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপন উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সকলেই ভীষণ উপভোগ করেন ।