মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ইমিগ্ৰেশনের হাতে আটক এক বাংলাদেশীকে ঘুষ দেওয়ার অপরাধে এক বছরের কারাদণ্ডসহ জরিমানা করেছে দেশটির আদালত। মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের আনা দুটি অভিযোগ মঙ্গলবার (৫জানুয়ারি) দেশটির তেরেংগানুর আদালতের বিচারক জামাল উদ্দিনের কাছে ঘুষের অপরাধ স্বীকার করায় আদালত বাংলাদেশি নাগরিক মাহবুব আলমকে (২৭) এক বছরের জেল ও ২ লাখ টাকা জরিমানা করেছে।
আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর তেরেংগানুর কেমামান হাসপাতালে কর্মরত অবস্থায় দেশটির ইমিগ্ৰেশন বিভাগের অভিযনে আটক হয়। এসময় নিজেকে মুক্ত করতে দায়িত্বরত কর্মকর্তাকে সাড়ে ২২ হাজার টাকা ঘুষ দেওয়ার অপরাধে অভিযুক্তকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১ ১৭ (খ) এর অধীনে অভিযুক্ত করা হয়। যা ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে এবং দোষী সাব্যস্ত হলে ঘুষের পরিমানের সর্বনিম্ন দুই লাখ টাকা এর মধ্যে ন্যূনতম পাঁচগুণ জরিমানার বিধান রয়েছে।