মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মোঃ শামীম খা নামে এক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ( ১২ ফেব্রুয়ারি) দেশটির রাজধানী কুয়ালালামপুরের দামানসারায় একটি নির্মাণাধীন ভবনের ১৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হলে সহকর্মীরা উদ্ধার করে চুঙ্গাই বুলুহ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সংসারের হাল ধরতে যশোর জেলার ঝিকরগাছা থানার মধিখালী গ্রামের ফজলু খার ছেলে মোঃ শামীম খা ২০১৫ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। শুরুর ধাক্কা কাটিয়ে বর্তমানে বেশ ভালোই চলছিলো, সংসারেও ফিরেছিলো সচ্ছলতা।
মালয়েশিয়ায় থাকা শামীমের ফুফাতো ভাই মনির হোসেন জানান, চলতি বছরেই দেশে এসে বিয়ে করার কথা ছিলো শামীমের। দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাওয়া শামীম দেশে আসবে ঠিকই তবে কফিনে করে।
একমাত্র সন্তানকে হারিয়ে বার বার মূর্ছা যান শামীমের বাবা-মা। তাঁদের গগনবিদারী আহাজারিতে এলাকায় পরিবেশ যেন ভারী হয়ে গেছে। শোকে নিস্তব্ধ পুরো এলাকা।
হাসপাতালের হিমাগারে রাখা শামীমের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।