1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সেবা সংক্রান্ত জরুরী নোটিশ - starmail24
শিরোনাম :
ইলন মাস্কের ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব দেশব্যাপী অপরাধ দমন অভিযানে কারও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ : ড. ইউনূস সন্ধ্যা থেকে ঢাকাসহ সারাদেশে যৌথবাহিনীর টহল রাজধানীর ঢাকার বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড় ঝিনাইদহে সেচখালের পাশ থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ: ঘটনার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ২০১৮ সালের নির্বাচনের সময় ৬৪ এসপির পরিণতি কী হবে, জানালেন উপদেষ্টা আসিফ ঢাকায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ছড়ায় আগুন, পুড়ে ছাই ২০ দোকান




মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সেবা সংক্রান্ত জরুরী নোটিশ

আহমাদুল কবির, মালয়েশিয়া:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

প্রবাসী বাংলাদেশীদের জরুরী সেবার কাজে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালামামপুরের কয়েকজন কর্মচারীর COVID-19 এ আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে পাঠানো এবং তাদের সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া মূল হাইকমিশন এবং আম্পাংস্থ পাসপোর্ট সেবা কেন্দ্র সেনিটাইজেশনের মাধ্যমে জীবানুমুক্ত করার কার্যক্রম চলমান রয়েছে।

এমতাবস্থায় আগামী ০৬ জানুয়ারী ২০২১ থেকে পুনরায় আম্পাংস্থ অফিস থেকে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম শুরু করা হবে বলে ৩ জানুয়ারি প্রথম সচিব ও দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে। ইতোমধ্যে যারা ০৬ জানুয়ারী বা তার পরবর্তী সময়ের জন্য এপয়েন্টমেন্ট গ্রহণ করেছেন তা বহাল থাকবে।

বিগত ০১, ০৪ ও ০৫ জানুয়ারীতে এপয়েন্টমেন্ট গ্রহণকারীগণকে অনুগ্রহপূর্বক নিজ নিজ সুবিধাজনক দিনে পুনরায় এপয়েন্টমেন্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া আগামী ০৯-১০ জানুয়ারী ২০২১ ক্যামেরন হাইল্যান্ড ও মুয়ার -এ পাসপোর্ট বিতরণ যথারীতি বহাল থাকবে। এ বিষয়ে নিচের লিংক থেকে এপয়েন্টমেন্ট নিতে হবেঃ http://appointment.bdhckl.gov.bd/other

উল্লেখ্য, এপয়েন্টমেন্ট গ্রহণ ব্যতীত পাসপোর্ট ডেলিভারি সম্ভব নয় বিধায় নির্ধারিত তারিখের অন্ততঃপক্ষে ০৩ (তিন) দিন পূর্বে এপয়ন্টমেন্ট গ্রহণের জন্যে সংশ্লিস্ট প্রবাসী ভাই-বোনদের অনুরোধ করা হয়েছে।

হাইকমিশনে এবং পাসপোর্ট সেবা কেন্দ্র সমূহে আগত সকল সেবা প্রত্যাশীদের মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত COVID-19 সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ কানিয়েছেন দূতাবাসের সংশ্লিষ্টরা।




আরো পড়ুন