যশোর-মাগুরা সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাবা নয়ন মোল্লা (৫২) ও ছেলে আবু জাফরকে (২২) যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক নয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। আবু জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসক দেলোয়ার হোসেন জানান, নয়ন মোল্লাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আবু জাফরের অবস্থা আশঙ্কাজনক।
তৌহিদুল ইসলাম জানান, হতাহতরা যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়ার বাসিন্দা। তারা মোটরসাইকেলে যশোরের দিকে আসছিলেন। এ সময় বিপরীতমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত পালিয়ে যায় বলে তিনি জানান।