কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ডা. রফিকসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। শনিবার গভীর রাতে উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটক আরসা সদস্যরা হলেন, ডা. রফিক কমান্ডার (৫৪), মোহাম্মদ রফিক (২০), নুরুল আমিন (৩৪) ও খায়রুল আমিন (৩২)। তারা সবাই আরসার সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে এগারোটায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ (অতিরিক্ত) মো. আবু সালাম চৌধুরী (ল অ্যান্ড মিডিয়া)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উখিয়া বাজারে আরসা’র আহত সদস্যদের জন্য ওষুধ সংগ্রহ করতে এলে অভিযান চালায় আর্মড পুলিশ ও র্যাবের দল। এ সময় পুলিশ ও র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। এছাড়াও আটক ডা. রফিক ক্যাম্পে শাহাব উদ্দিন হত্যা মামলার প্রদান আসামি বলে জানিয়েছে র্যাব।