রাজধানীর উত্তরায় দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন ভাবে সাংবাদিকতায় অবদান রাখায় সাংবাদিকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুরে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রাণের বাংলাদেশ পত্রিকার সিনিয়র ক্রাইম রিপোর্টার জনাব ইকবাল হোসেন চৌধুরীকে শুভেচ্ছা ও স্মারক উপহার ২০২০ সম্মাননা ক্রেস্ট উপহার দেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোকলেছুর রহমান মাসুম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোকলেছুর রহমান মাসুম, প্রধান প্রতিবেদক হারুনুর রশিদ, দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার সারাদেশ থেকে আসা প্রতিনিধিসহ ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।