আকাশ ছোঁয়া দর হাঁকিয়ে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের অভিষেক টেস্টের টুপি কিনে নিলেন অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ী। ডন ব্র্যাডমানের ব্যাগি গ্রিন ক্যাপ সাড়ে ৪ লাখ অস্ট্রেলিয়ান ডলারে কিনে নিয়েছেন ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান। যিনি কয়েকদিন আগেই নির্বানা খ্যাত কার্ট কোবিনের গিটার ৯ মিলিয়ন অস্ট্রেলিয় ডলারে কিনেছিলেন।
১৯২৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল অস্ট্রেলিয় কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। ১৯৪৮ সাল পর্যন্ত দেশের হয়ে ৫২টি টেস্ট খেলে ৬৯৯৬ রান করেছেন। ২৯টি শতরানের মালিকের স্যার ডনের ব্যাটিং গড় ৯৯.৯৬। যা এখনও পর্যন্ত রেকর্ড।
১৯৫৯ সালে পারিবারিক বন্ধু তথা আত্মীয় পিটার ডানহ্যামকে নিজের অভিষেক টেস্টের টুপি উপহার দিয়েছিলেন ডন ব্র্যাডম্যান। যিনি আবার ধারে-দেনার ডুবে চলতি বছরের শুরুতে নিজেক দেউলিয়া বলে ঘোষণা করেছিলেন। গত মে মাসে ডানহ্যামর জেল হয়। সেই দেনা মেটাতে স্যার ডনের প্রথম ব্যাগি গ্রিন নিলামে তোলার সিদ্ধান্ত অস্ট্রেলিয় সরকার।
এবারের আগে ব্র্যাডম্যানের ১৯৪৮ অ্যাশেজের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছিল ৪ লাখ ২৫ হাজার ডলারে।