স্বাস্থ্যবিধি মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা গ্রহণের সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১১৯তম একাডেমিক কমিটির সভায় এ সিন্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান।
এস এম আব্দুল লতিফ বলেন, ‘স্বাস্থ্য বিধি মেনে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের সিন্ধান্ত নেয়া হয়েছে। প্রত্যেক বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের স্থগিত হওয়া পরীক্ষা প্রথমে এবং পরে পর্যায়ক্রমে গুরুত্ব বুঝে অবশিষ্ট পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।
তবে বন্ধ থাকবে ক্যাম্পাসের আবাসিক হল। এছাড়াও কোনো শিক্ষক-শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কেউ করোনা আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের দায় নেবে না বলে জানিয়েছেন তিনি।