২৫ শে মার্চ “গণহত্যা দিবস” কে “আন্তর্জাতিক গণহত্যা দিবস” হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি লাভের উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে অদ্য ২৫ মার্চ ২০২১ বৃহস্পতিবার মালয়েশিয়া স্থানীয় সময় সকাল ১০ টায় মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ছাত্রলীগ মালয়েশিয়া শাখা।
মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মালয়েশিয়া ছাত্রলীগের সাংগঠনিক মোঃ মওদুদ মোল্লার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া ছাত্রলীগের সাবেক নেতা ও মালয়েশিয়া আওয়ামী যুবলীগ আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির, মালয়েশিয়া ছাত্রলীগ নেতা মাসুদ আহমেদ, রাহুল কুমার দাস, মাসুম বিল্লাহ আপন, ইমতিয়াজ মাহমুদ, নেসার উদ্দিন, মাহাবুব আলম, সোহাগ সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্রলীগের নেতাকর্মী সহ আরো অনেকে।
মালয়েশিয়া তে লকডাউন থাকায় এবং জনসাধারণের চলাচলে বাধ্যবাধকতা থাকার কারনে মালয়েশিয়া সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে উক্ত কর্মসূচি সফল করা হয়। এসময় মালয়েশিয়া ছাত্রলীগের নেতৃবৃন্দ ২৫ শে মার্চ গনহত্যা দিবস কে আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে জাতিসংঘ কতৃক স্বীকৃতি লাভের উদ্দেশ্যে স্মারকলিপি গ্রহন করেন প্রথম সচিব ( রাজনৈতিক) ও দূতালয় প্রধান জনাব রুহুল আমিন, আরো উপস্থিত ছিলেন জনাব প্রথম সচিব ও শ্রম কাউন্সিলর হেদায়েতুল ইসলাম সহ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫ শে মার্চ বাংলাদেশের জনসাধারণের উপর যে অত্যাচার ও গনহত্যা করা হয়েছে, অনতিবিলম্বে উক্ত গনহত্যা কে আন্তর্জাতিক গনহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘের কতৃক অনুমদনের জন্য জোর দাবি জানাই।