1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
ইউনাইটেড ইসলামী পার্টির হরতাল প্রত্যাহার - starmail24
শিরোনাম :
শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে : রিজভী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের প্রাণ গেল দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ, হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা ৭ মার্চ ও ১৫ আগস্টসহ জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা জার্মানিতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গা উৎসব মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩ বাংলাদেশি ৭ দিনের রিমান্ডে আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ, সড়কে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি




ইউনাইটেড ইসলামী পার্টির হরতাল প্রত্যাহার

স্টার মেইল, ঢাকা
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

হেফাজতের নাশকতায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে দেওয়া ১৫ রমজানের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির এক আলোচনা সভা থেকে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।

গত ১২ এপ্রিল হেফাজতের নাশকতায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে হরতালসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

মো. ইসমাইল হোসাইন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসায় সারাদেশে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার উস্কানিদাতা হিসেবে হেফাজত নেতাদের গ্রেপ্তারের দাবিতে ইতিপূর্বে ইউনাইটেড ইসলামী পার্টি স্মারকলিপি, হরতালসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল।

তিনি বলেন, সরকার আমাদের দাবিগুলো মেনে নেওয়ায় ১৫ রমজানের হরতালসহ বিভিন্ন কর্মসূচি স্থগিত ঘোষণা করছে। কারণ এ সন্ত্রাসীদের বিচার বাংলার জমিনে যুদ্ধাপরাধীদের মত অনুষ্ঠিত হবে। হেফাজতে ইসলাম নামে কোন সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মাওলানা শাহাদাত হোসাইন, সহ সভাপতি মাওলানা মোস্তফা চৌধুরী, কাজী মাওলানা শাহ মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ মাওলানা আব্দুল আজিজ, আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর মুক্তিযোদ্ধা), হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, ক্বারী মোহাম্মদ আবুল হোসেন প্রমূখ।




আরো পড়ুন