1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
ইহুদি ধর্ম গ্রহণ করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই - starmail24
শিরোনাম :
ইলন মাস্কের ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংককে বাংলাদেশে আনা হচ্ছে: প্রেস সচিব দেশব্যাপী অপরাধ দমন অভিযানে কারও গাফিলতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ : ড. ইউনূস সন্ধ্যা থেকে ঢাকাসহ সারাদেশে যৌথবাহিনীর টহল রাজধানীর ঢাকার বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড় ঝিনাইদহে সেচখালের পাশ থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার গুম ব্যক্তির স্ত্রীকে ধর্ষণ: ঘটনার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে ২০১৮ সালের নির্বাচনের সময় ৬৪ এসপির পরিণতি কী হবে, জানালেন উপদেষ্টা আসিফ ঢাকায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে ছড়ায় আগুন, পুড়ে ছাই ২০ দোকান




ইহুদি ধর্ম গ্রহণ করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মানো আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইহুদি ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন। রাজনীতিতে তিনি কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত এবং প্রায়ই তাকে ইসরায়েলের পতাকা নিয়ে বিভিন্ন সমাবেশে যোগ দিতে দেখা গেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) নব নির্বাচিত আর্জেটাইন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ।

খবরে জানানো হয়, গত ২৫ নভেম্বর তিনি রাজধানী বুয়েনস এয়ার্সে ইহুদিদের প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ইহুদি রাবাইর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর তিনি নিউইয়র্ক সফর করেন এবং সেখানে বিখ্যাত ইহুদি ধর্মনেতা মেনাশেম মেন্দেল শনিয়ারসনের সমাধিতে শ্রদ্ধা জানান। এর মাধ্যমে তিনি বুঝাতে চান যে, ইহুদি ধর্মের প্রতি তিনি কতখানি বিশ্বস্ত।

লাতিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দূরত্ব যখন বাড়ছে তখন নতুন প্রেসিডেন্টের আমলে আর্জেন্টিনার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে। তিনি আর্জেন্টিনার দূতাবাস তেল-আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেয়ার ঘোষণাও দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভা গঠন না করেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন মিলেই। তিনি এই সফরকে ‘আধ্যাত্মিক’ সফর বলে উল্লেখ করেছেন। তবে তিনি কেন ক্যাথলিক খ্রিষ্টান থেকে ইহুদি ধর্ম গ্রহণ করেছেন সেটি স্পষ্ট নয়।

গত ১৯ নভেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন এই কট্টর ডানপন্থি হাভিয়ের মিলেই। তিনি পুরোপুরি যুক্তরাষ্ট্রপন্থী বলে দাবি করেন নিজেকে। তিনি প্রতিবেশী ব্রাজিলসহ রাশিয়া ও চীনের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক এগিয়ে না নেয়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি আর্জেন্টিনার ব্রিকস জোটে যোগ না দেয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। মিলেই বলেন, আর্জেন্টিনার বন্ধু শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

মিলেই মূলত অর্থনীতিবিদ ও রক মিউজিকের ভক্ত। অনলাইনে সমালোচকদের বিরুদ্ধে কঠোর আক্রমণ, এলোমেলো হেয়ারস্টাইলে কখনো কখনো মিম হয়েছে তাকে নিয়ে। ক্ষ্যাপাটে আচরণ, বেশভূষার কারণে এরই মধ্যে মিলেই পরিচিতি পেয়েছেন ‘মিনি ট্রাম্প’ হিসেবে। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের মতো আর্জেন্টিনার রাজনীতিতেও নতুন সেনসেশন হয়েছেন হাভিয়ের মিলেই।




আরো পড়ুন