1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
মালয়েশিয়ায় রেডলাইভ আয়োজন করতে যাচ্ছে, রেড লাইভ জ্যাশ ফ্যাশন এশিয়া অ্যাওয়ার্ড - starmail24
শিরোনাম :
শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার আওয়ামী সুবিধাভোগী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে : রিজভী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলের প্রাণ গেল দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ১২ বিচারপতিকে চায়ের আমন্ত্রণ, হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা ৭ মার্চ ও ১৫ আগস্টসহ জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা জার্মানিতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গা উৎসব মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩ বাংলাদেশি ৭ দিনের রিমান্ডে আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ, সড়কে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি




মালয়েশিয়ায় রেডলাইভ আয়োজন করতে যাচ্ছে, রেড লাইভ জ্যাশ ফ্যাশন এশিয়া অ্যাওয়ার্ড

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

প্রথমবারের মতো রেডলাইভ আয়োজন করতে যাচ্ছে রেড লাইভ জ্যাশ ফ্যাশন এশিয়ান অ্যাওয়ার্ড। যার মধ্যে থেকে খুঁজে নেয়া হবে আগামী দিনের মেধাবী মডেল,ফ্যাশন ডিজাইনার,ফটোগ্রাফার এবং উদ্যোক্তা। ১০ অক্টোবর রবিবার কুয়ালালামপুর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটিই জানালেন, রেডলাইভের কর্ণধার তাহমিনা বারি রিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জ্যাশ ইন্টারন্যাশনালে এর পরিচালক রোটারিয়ান শেখ আরিফ রব্বানি জামি ও জ্যাশ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রোটারিয়ান শারমিন রহমান।

সংবাদ সম্মেলনে রিনি বলেন, যারা নিজের পরিশ্রম বা মেধার স্বীকৃতি এবং আরো এক ধাপ সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চান,তাদের জন্যই এবার বছরের সেরা সুখবর নিয়ে এসেছে রেডলাইভ।

রেড লাইভের এই আয়োজনে বিচারক হিসেবে থাকছেন বাংলাদেশ,ইন্ডিয়া ও মালয়েশিয়ার দেশসেরা ব্যক্তিত্বরা। অগ্রহীরা ১০ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন করার সুযোগ রয়েছে।

অংশগ্রহণ করার নিয়ম:
প্রথমত প্রত্যেকে এক কপি করে পাসপোর্ট সাইজ ছবি ফর্মে সংযুক্ত করে দিতে হবে। ১)মডেল: অংশগ্রহণকারির মডেলিং করা ০৩ কপি ছবি এবং কিছু ডকুমেন্ট রেজিস্ট্রেশন ফাইলে সংযুক্ত করে দিতে হবে। ২.ফ্যাশন ডিজাইনার: ডিজাইন করা ০৩টি প্রোডাক্টের ছবি জমা দিতে হবে। ৩.ফটোগ্রাফার: ফটোগ্রাফি করা তিন কপি ছবি জমা দিতে হবে। পূর্বের কাজের প্রমাণ স্বরূপ লিখিত আকারে কাজের এবং সম্পর্কে কিছু তথ্য জমা দিতে হবে। ৪.উদ্যোক্তা: কাজের প্রমাণ স্বরূপ লিখিত আকারে কাজের এবং আবেদনকারি সম্পর্কে কিছু তথ্য জমা দিতে হবে।

অংশগ্রহণকারীদের জন্য যা যা থাকছে:
.প্রত্যেক অংশগ্রহণকারী কে একটি করে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হবে। যারা নোমিনেশন পাবে তাদের একটি করে ব্যানার করা হবে। প্রত্যেক ক্যাটাগরি থেকে সেরা তিন জন থাকবে তাদের জন্য একটি করে অ্যাওয়ার্ড , সার্টিফিকেট এবং আকর্ষণীয় কিছু গিফট সামগ্রী থাকবে এবং সেরাদের রেড লাইভে একটি করে লাইভ প্রোগ্রামে সুযোগ দেওয়া হবে জানালেন রেড লাইভের সংশ্লিষ্টরা।




আরো পড়ুন