1. admin@starmail24.com : admin :
  2. editor@starmail24.com : editor@starmail24.com :
সুইজারল্যান্ডের হোটেল রুমে রানির সঙ্গে ধরা পড়েন গোবিন্দ! - starmail24
শিরোনাম :
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির‌ দেশত্যাগে নিষেধাজ্ঞা জার্মানিতে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গা উৎসব মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার ঘটনায় ৩ বাংলাদেশি ৭ দিনের রিমান্ডে আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ, সড়কে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি বিএনপির ছয় নেতাকে শোকজ জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায় : ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল তামাকের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তরুণ সমাজ ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করল যুক্তরাজ্য ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ করল যুক্তরাষ্ট্র




সুইজারল্যান্ডের হোটেল রুমে রানির সঙ্গে ধরা পড়েন গোবিন্দ!

স্টার মেইল ডেস্ক:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। অভিনয়ের বাইরে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে আছে এই অভিনেতার নাম। এরমধ্যে অন্যতম নীলম কোঠারি। শোনা যায়, নীলমকে পাগলের মতো ভালবাসতেন তিনি। এমনকী, দুজন বিয়ে করবেন বলেও স্থির করেন।

কিন্তু বাধ সাধে দুই অভিনেতার পরিবার। নীলমের মতো একজন ঝা চকচকে, ইংরেজিতে তুখোড় তরুণীর পরিবার কখনও গোবিন্দর সঙ্গে বিয়ে দেবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। নীলমের সঙ্গে গোবিন্দর বিয়ে যখন কার্যত নস্যাৎ করে দেন অভিনেত্রীর পরিবার, সেই সময় মায়ের পছন্দের পাত্রী সুনীতার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দ।

সুনীতার সঙ্গে গোবিন্দ যখন সংসার করছেন, সেই সময় ‘হাদ কর দি আপনে’ ছবির সেটে রানি মুখার্জির সঙ্গে তার পরিচয় হয়। তাকে নিয়ে ভারতের বাইরে কখনও সুইজারল্যান্ড আবার কখনো মার্কিন মুলুকে শুরু হয় ওই সিনেমার শুটিং। শোনা যায়, ছবির শুটিংয়ের জন্য রানি, গোবিন্দ যখন বিদেশে পাড়ি দেন, সেই সময় প্রায়শই তাদের একসঙ্গে দেখা যেত।

এরমধ্যে একদিন রানির সঙ্গে সুইজারল্যান্ডের এক হোটেলে গোবিন্দকে হাতেনাতে ধরে ফেলেন এক সাংবাদিক। সেই খবর নিয়ে যখন পেজ থ্রির পাতা সরগরম, তা পৌঁছে যায় অভিনেতার স্ত্রীর কানেও। রানি এবং গোবিন্দর সম্পর্কের কথা এবং তাদের একসঙ্গে হোটেলের ঘরে দেখা গিয়েছে শোনার পর, প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেতার স্ত্রী সুনীতা। তবে তিনি সন্তানদের নিয়ে বাপের বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। যা শুনে কার্যত ভেঙে পড়েন গোবিন্দ।




আরো পড়ুন